You have no items in your shopping cart.

জ্ঞান বৃদ্ধির দোয়া

জ্ঞান বৃদ্ধির দোয়া

জ্ঞান মানুষের অমূল্য সম্পদ। এটা বান্ধার জন্য আল্লাহর পক্ষ হতে অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, 
‘যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভুত কল্যাণ প্রাপ্ত হয়। আর উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানসম্পন্ন।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৯)

জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে আল্লাহ তাআলা জ্ঞান বৃদ্ধি করে দেন। তাই প্রত্যেক মুমিনের উচিত বেশি বেশি করে এসব দোয়া পড়া ও আমল করা।

 

নিম্নে পাঠকদের সুবিধার্থে সহজ দুইটি দোয়া উল্লেখ করা হলো।


দ্বিনের জ্ঞান বৃদ্ধির দোয়া: 

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, একবার নবী (সা.) শৌচাগারে গেলেন, তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? আমি রেখেছি জানানো হলে তিনি বলেন, 
‘আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ দ্বিন।’ 
অর্থ : ‘ইয়া আল্লাহ! আপনি তাকে দ্বিনের জ্ঞান দান করুন।’ 

-(বুখারি, হাদিস : ১৪৩)

উল্লেখ্য, অন্য কারও জন্য দোয়া করার ক্ষেত্রে হাদিসে উল্লিখিত শব্দে দোয়া করতে হবে।

নিজের জন্য দোয়া করার ক্ষেত্রে পড়তে হবে: 
‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দ্বিন।’ অর্থ : হে আল্লাহ! আমাকে দ্বিনের জ্ঞান দান করুন।


উপকারী জ্ঞান লাভের দোয়া:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) এই দোয়া করতেন।

‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।’ 


অর্থ : ‘হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও। এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।’ 


-(তিরমিজি, হাদিস : ৩৫৯৯; ইবনে মাজাহ, হাদিস : ২৫১; ইবনু আবি শায়বা, হাদিস : ১০/২৮১)

Leave your comment